Posts

কবিতা

এমন একদিন সময় আসবে

June 11, 2024

জান্নাতুল ইসলাম এশা

75
View

এমন একদিন সময় আসবে

এমন একদিন সময় আসবে 
আলোর মিছিল তারা হাসবে ।
খেলবে তারা এক রাশিতে ,
কালোর আঁধার ঘুচবে তাতে ।
হাসবে সবাই গুণগুণিয়ে ,
সোনার আলো ঝলমলিয়ে ।

যাবে কালো চোখ রাঙিয়ে
আঁধার যাবে অন্ধ হয়ে ।
চন্দ্র তারা এক রাশিতে  ঘুরবে তখন
জয়ঢাক হবে মিছিল হবে
চন্দ্র তারা মিলবে তবে ,
কালো আঁধার যাবে তবে
এমন একদিন সময় আসবে ।
 

Comments

    Please login to post comment. Login