Posts

নিউজ

জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি

January 30, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
241
View
চলতি বছরের ১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ৩৬ তম জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে  দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। সংগঠনটি জাতীয় কবিতা উৎসব আয়োজন করছে। 

এবারের জাতীয় কবিতা উৎসবের স্লোগান, ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’। এই উৎসবে যুদ্ধ, গণহত্যাসহ সব অন্যায়ের প্রতিবাদ জানানো হবে।  

জাতীয় কবিতা পরিষদের নেতারা জানিয়েছেন, কবি নির্মলেন্দু গুণ এবারের উৎসবের উদ্বোধন করবেন। কবিতা উৎসবে অংশ নেবেন ৮টি দেশের কবিরা। এর মধ্যে ১০ জন সশরীর উপস্থিত থাকবেন। কায়রো আন্তর্জাতিক বইমেলা থেকে ৪ টি দেশের ৮ জন কবি অনলাইনে এই উৎসবে যুক্ত হবেন।  

জাতীয় কবিতা উৎসব-২০২৪ উৎসর্গ করা হয়েছে কবি আসাদ চৌধুরী, কবি মোহাম্মদ রফিক, কবি বুলবুল মহলানবীশ, কবি হানিফ খান ও কবি জাহিদুল হককে।

২ ফেব্রুয়ারি উৎসবের দ্বিতীয় দিন বিকেলে জাতীয় কবিতা পরিষদ পুরস্কারপ্রাপ্ত কবির নাম ঘোষণা করবে। উৎসব প্রাঙ্গণে ফ্রি ওয়াই–ফাই থাকবে।

Comments

    Please login to post comment. Login