Posts

কবিতা

কবিতা

June 11, 2024

sarwar jahan

Original Author মো:সারোয়ার জাহান

85
View

কে যেনো দা়ড়ায়ে,
স্বপ্ন দুয়ারে,
নূপুর পায়ে.........।

ঝন ঝন বাজে
হৃদয় মাঝে, 
চমকে চমকে উঠে শিহরণ,
দেহ-মনে একি নব আলোড়ন।

তাক-দিন, দিনক দিনক, দিন-তা,
নাচে অঙ্গ, নাচে চোখের পাতা।

তার ধ্যানে মশগুলে,
যাই আজ সব ভূলে,
তালে তালে,
দোলে দোলে,
প্রাণ শুধু সুর তোলে......
সা রে গা মা, নি সা, নিসা;
এলো বুঝি প্রেম বর্ষা।

Comments

    Please login to post comment. Login