Posts

নিউজ

মারা গেলেন পুলিৎজারজয়ী প্রথম নেটিভ আমেরিকান লেখক মোমাডে

February 1, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
কথাসাহিত্যের জন্য পুলিৎজার পুরস্কার জয়ী প্রথম নেটিভ আমেরিকান লেখক এন স্কট মোমাডে ৮৯ বছর বয়সে মারা গিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।  

প্রকাশক হারপারকলিন্স জানিয়েছে, মোমাডে নিউ মেক্সিকোর সান্তা ফে’তে নিজ বাড়িতে মারা গেছেন।  

১৯৬৮ সালে মোমাডে ‘হাউজ মেড অব ডন’ নামের একটি বই প্রকাশ করেন। এটি ছিল তার লেখা প্রথম উপন্যাস। এই উপন্যাসে অ্যাবেল নামের একজন নেটিভ আমেরিকান যুবকের গল্প বলা হয়েছে, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ শেষে তিনি নিজ এলাকায় ফিরে আসেন। 

১৯৬৯ সালে উপন্যাসটি পুলিৎজার পুরস্কার জয় করে। এটি নেটিভ আমেরিকান সাহিত্যের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।   

পরবর্তী বছরগুলোতে তিনি আরও বেশ কয়েকটি বই লিখেছেন। এগুলোর মধ্যে রয়েছে দ্য অ্যানসিয়েন্ট চাইল্ড নামের উপন্যাস, স্মৃতিকথা দ্য নেমস। এছাড়া  দ্য ম্যান মেড অব ওয়ার্ডস এবং আর্থ কিপার নামের দুটি  ননফিকশন বইও লিখেছেন। 

এদিকে ২০০৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে ন্যাশনাল মেডেল অব আর্টসে ভূষিত করেন।  

উল্লেখ্য, এন স্কট মোমাডে ওকলাহোমা রাজ্যের লটনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমেরিকার কিওওয়া আদিবাসী গোষ্ঠীর ছিলেন। পুলিৎজার বিজয়ী এই উপন্যাসিক অ্যারিজোনা ও নিউ মেক্সিকোতে বেড়ে ওঠেন। তিনি নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।  

সূত্র: কিরকাস  

 

Comments

    Please login to post comment. Login