Posts

চিন্তা

মানব দেহ সম্পর্কে অজানা তথ্য (Premium)

June 11, 2024

মিনাল কান্তি

Original Author জাতীয় বিশ্ববিদ্যালয়

0
sold
১. শুধু হাতের ছাপ নয়, প্রত্যেক মানুষের জিহ্বার ছাপও ভিন্ন।

২. মানবদেহ থেকে প্রতি ঘন্টায় প্রায় ৬০০০০০ (ছয় লক্ষ) চামড়ার কণা ঝরে পড়ে এবং বছরে এর পরিমাণ প্রায় ১.৫ পাউন্ড। একজন মানুষের দেহ থেকে ৭০ বছরে গড়ে ১০৫ পাউন্ড চামড়া ঝরে পড়ে।

৩. শিশু অবস্থায় একজন মানুষ ৩৫০টি হাড় নিয়ে জন্মগ্রহন করলেও প্রাপ্ত বয়স্ক অবস্থায় তার হাড়ের সংখ্যা দাঁড়ায় ২০৬তে।

৪. প্রতি ৩ থেকে ৪দিন পরপর আপনি পাকস্থলির নতুন আবরন পেয়ে থাকেন। যদি তা না হত তবে খাদ্য হজমের জন্য শক্তিশালী এসিড আপনার পাকস্থলীকেও হজম করে ফেলতো।

৫. আপনার নাক ৫০,০০০ ভিন্ন ভিন্ন ঘ্রান মনে রাখতে পারে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login