পোস্টস

নিউজ

প্রথম উপন্যাস লিখছেন কিয়ানু রিভস

৪ ফেব্রুয়ারি ২০২৪

নিউজ ফ্যাক্টরি

Featured Image
উপন্যাস লিখছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা কিয়ানু রিভস। আর এটি হবে ম্যাট্রিক্স তারকার লেখা প্রথম উপন্যাস। গত মাসে প্রকাশনা সংস্থা ডেল রে বুকস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 

‘দ্য বুক অব এলসহোয়ার’ নামের উপন্যাসটি অবশ্য এই হলিউড তারকা একা লিখছেন না। এই উপন্যাসে তার সহ লেখক হিসেবে থাকছেন ব্রিটিশ অদ্ভুত কল্পকাহিনী লেখক চায়না মিভিল। বেস্টসেলিং এই উপন্যাসিকের জনপ্রিয় একটি বই ‘দ্য সিটি অ্যান্ড দ্য সিটি’। 

কিয়ানু রিভসের লেখা প্রথম উপন্যাসটি চলতি বছরের ২৩ জুলাই প্রকাশিত হবে। এই বইতে একজন অমর যোদ্ধার গল্প বলা হয়েছে যে হাজার বছর ব্যয় করে তার নিজের অমরত্ব বোঝার চেষ্টা করে। 

এদিকে চায়না মিভিল একজন সৃজনশীল অংশীদার হিসাবে রিভসের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ ছিলাম। লেখক হিসেবে তিনি সত্যিই অতুলনীয়।' 

উল্লেখ্য, কিয়ানু রিভস এর আগে ‘বিআরজেডআরকেআর’ নামের একটি কমিক সিরিজ লিখেছিলেন। হলিউডের এই অ্যাকশন হিরো এই কমিক সিরিজটি নিউইয়র্ক টাইমসের বেস্টসেলিং গ্রাফিক নভেলিস্ট ম্যাট কিন্ডের সঙ্গে যৌথভাবে লিখেছেন। এই সিরিজের প্রথম কমিক বই ২০২১ সালে প্রকাশিত হয়েছিল।  

সূত্র: কিরকাস