Posts

নিউজ

বইমেলার পঞ্চম দিনে নতুন বই এসেছে ৭০ টি

February 5, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
একুশে বইমেলার পঞ্চম দিনে ৭০ টি নতুন বই প্রকাশিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি, সোমবার বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার বিকেল ৩টায় মেলা শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়েছে। এদিন বিভিন্ন বিষয়ের ওপর ৭০ টি নতুন বই প্রকাশিত হয়েছে।  

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় সার্ধশত জন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : মোহাম্মদ রওশন আলী চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মাসুদ রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন ইসরাইল খান এবং তপন বাগচী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল আলম। 

সোমবার লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি নাসির আহমেদ, কবি ইসলাম রফিক, শিশুসাহিত্যিক চন্দনকৃষ্ণ পাল এবং লোকসাহিত্য গবেষক সৈয়দা আঁখি হক। 

এদিকে মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রবীন্দ্র গোপ, সরকার মাসুদ এবং মাসুদ পথিক। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রেজিনা ওয়ালী, সাফিয়া খন্দকার রেখা এবং শামস মিঠু।

 

 

 

Comments

    Please login to post comment. Login