পোস্টস

কবিতা

কবিতা -- নেতা ! (প্রিমিয়াম)

১১ জুন ২০২৪

আহমেদ আল-আমিন

আমাদের ছোট গাঁয়ে,
বড় বড় নেতা ।
উপদেশ দিয়ে বেড়ায়,
জ্ঞানে ভরা মাথা!


বিপদে পায় না খুঁজে,
কাজে ঠনঠন
অসময়ে মাসির মত
করে ভনভন।


নিজেকে পন্ডিত ভাবে
ফাঁকা পেলে ধোঁকা,
সুযোগ বুঝে যদি পাই
সরল সোজা বোকা !


কাজ কর্ম নেই তার
তবুও কাঁপাই মাঠ,
সব সময় সাদা লুঙ্গি
গায়ে পরে শার্ট ।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।