পোস্টস

নিউজ

বিজয়ী লেখক নির্বাচন করবেন কারাগারের বন্দীরা

১১ ফেব্রুয়ারি ২০২৪

নিউজ ফ্যাক্টরি

Featured Image
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন একটি সাহিত্য পুরস্কার চালু হতে যাচ্ছে যার বিচারক প্যানেলে থাকবেন কারাগারের বন্দীরা। অর্থাৎ কে হবেন বিজয়ী লেখক তা নির্ধারণ করবেন কারাগারের বন্দীরা।   

নতুন এই সাহিত্য পুরস্কার যুক্তরাষ্ট্রজুড়ে ৩০০ জন কারাবন্দীর একটি প্যানেল দ্বারা বিচার করা হবে।  

‘ইনসাইড লিটারারি অ্যাওয়ার্ড’ নামের পুরস্কারটি চলতি বছরের জুন মাস থেকে দেওয়া হবে। ন্যাশনাল বুক ফাউন্ডেশন, সেন্টার ফর জাস্টিস ইনোভেশন এবং ফ্রিডম রিডস এই সাহিত্য পুরস্কারটি স্পন্সর করছে।   

ফ্রিডম রিডস বুক ক্লাবের প্রতিষ্ঠাতা কবি এবং আইনজীবী রেজিনাল্ড ডোয়াইন বেটস। এই সংগঠনটি কারাগারের বন্দীদের বইয়ের সঙ্গে সংযুক্ত হতে সহায়তা করে।    

বন্দীরা চারটি বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা থেকে একজন বিজয়ী লেখক নির্বাচন করবেন। এই সংক্ষিপ্ত তালিকায় রয়েছে, টেস গুন্টির উপন্যাস ‘দ্য র‍্যাবিট হ্যাচ’, জামিল জান কোচাইয়ের গল্প সংকলন ‘দ্য হন্টিং অব হাজি হোতাক’, ইমানি পেরির ননফিকশন বই ‘সাউথ টু আমেরিকা: এ জার্নি বিলো দ্য মেসন-ডিক্সন টু আন্ডারস্ট্যান্ড দ্য সোল অব অ্যা নেশন’ এবং রজার রিভসের কবিতা সংকলন ‘বেস্ট বারবারিয়ান’। 

উল্লেখ্য, টেস গুন্টি এবং ইমানি পেরি উভয়েই ২০২২ সালে তাদের বইয়ের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতেছেন।  

সূত্র: কিরকাস