“ তোমারে দেখিবার লাগি মোর চোখজোড়া জ্বইলা-পুইড়া আঙ্কার হইয়াছে, আর একখান মূহুর্ত কি দেখা দেয়া যায় নাহ? ”
“ প্রেয়সী? এই ধরণীর কি এমন ক্ষতি হইয়া যাইতো তুমি আমার হইলে! নিয়তির দোষ দিয়া লাভ কি, আমার প্রার্থনারত হাত চেয়েছে শুধু তোমারে, তুমি চেয়েছো অন্য কাউরে, বিধাতারে বিভ্রান্ত করার চেষ্টায় মোরা ব্যর্থ হয়েছি বারে-বারে। অতঃপর, এই জন্মে তোমারে পাওন হইলো নাহ! ”