পোস্টস

কবিতা

শাস্তি

১১ জুন ২০২৪

Shahriar Parvez

তোর কি খুব একলা লাগে?
শীতের রাত, দীর্ঘ লাগে?
দিনের শেষে ফিরতে বাড়ি,
আলসে লাগে? 
তোলা খাবার রাত দুপুরে,
পানসে লাগে?

শোন তবে তুই, 
তোকে বলি
এত্ত বেশি বাসলে ভালো,
এমনটা তোর পাওনা ছিলো,
পুষে বুকে পেঁচার বাসা
কাটবে জীবন একলা একা...

শিউলি ঝরা শরৎ ভোরে
ঘুমুবি তুই একলা ঘরে,
আধখোলা চোখ পাথর হবে
না বলারা নিখোঁজ র'বে,
সেদিনও তুই একাই যাবি...