পোস্টস

গল্প

জীবন বাঁকে

১১ জুন ২০২৪

শাহারীয়ার শাহিন

জীবন কতটা বৈচিত্র্যময় সেটা উপভোগ করা ভাগ্যের বিষয়।পৃথিবীতে আমি মনে হয় সেই ভাগ্যবান মানুষটা যার জীবনের প্রতিটি রং খুব গভীর ভাবে বুঝার এবং অনুভব করার সুযোগ হয়েছে। এ রং রঙ্গিন কোন রং নয় এইটা ধূসর কালো মেঘলা আকাশের সেই ভয়ঙ্কর রং। মা ব্যাতিত আমার জীবনে ভয়ঙ্কর এই মেঘ থেকে আমাকে আড়াল করার মত তেমন কোন মহান ব্যাক্তি ছিলোনা। আমি তখন শিশু একান্নবর্তী পরিবারে আমাদের বসবাস বাবার উপার্জনে পুরো পরিবার নির্ভরশীল হলেও মা ছিলেন অবহেলিত যার কিছুটা প্রভাব আমার উপরও এসে পড়েছে। আমার যখন চার বছর তখনই বাবা মারা যায়। বাবার অনেক সহপাঠী গুণগ্রাহী এগিয়ে এসেছেন শন্তনা দিয়েছেন যেটা সেই পর্যন্তই সীমাবদ্ধ ছিলো।জীবনে যতটা বুঝতে শিখেছি ততটাই বেশী জীবন আকাশে সেই কালো মেঘের উপস্থিতি দেখতে পেয়েছি