স্নিগ্ধ রজনী নিভৃত সত্তা ছুটে চলে
নক্ষত্রের শহরে।
নীরব অভিমানে অভিযোগে রাগান্বিত
শিশির সত্তা।
তুমি নিশীথে হে খোদা দাও আমায়
স্বর্গের ভালোবাসা।
নক্ষত্র ক্ষয় তবও নভোচারী রয়
প্রেম তো নয়।
হয়তো আসিবে ঝড়-ঝঞ্ঝা, নয়তো
সুবাস দিবে রজনীগন্ধা।
খোদা কী দিবে স্বর্গে তাঁহার বাসনা?
ক্ষণে জন্মে দুঃখ, রয়ে যাবে সুখ-
পরের জন্মে বিশ্বাসী কভু?
হয়তো তুমি নয়।
63
View