Posts

নিউজ

ওয়াল্টার স্কট প্রাইজের দীর্ঘ তালিকা প্রকাশ

February 26, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
২০২৪ সালের ওয়াল্টার স্কট প্রাইজের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। ঐতিহাসিক কথাসাহিত্যের জন্য ব্রিটিশ এই সাহিত্য পুরস্কারটি দেওয়া হয়।  

২২ ফেব্রুয়ারি ওয়াল্টার স্কট প্রাইজের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়। চলতি বছর ১২ টি ঐতিহাসিক উপন্যাস এই তালিকায় স্থান পেয়েছে।  

ঐতিহাসিক কথাসাহিত্যের জনক হিসাবে বিবেচিত স্কটিশ লেখক ওয়াল্টার স্কটের নামে এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে। ২০১০ সাল থেকে এটি দেওয়া হচ্ছে। এর আগে ‘দ্য লং সং’ উপন্যাসের জন্য আন্দ্রেয়া লেভি এবং ‘উলফ হল’, ‘দ্য মিরর অ্যান্ড দ্য লাইট’ উপন্যাসের জন্য হিলারি ম্যান্টেল মর্যাদাবান এই পুরস্কার জিতেছেন।

পুরস্কার হিসেবে বিজয়ী লেখক ২৫ হাজার পাউন্ড পান। ওয়াল্টার স্কট প্রাইজ ব্রিটেনের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি। 

এই দীর্ঘ তালিকা থেকে মে মাসে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর জুনে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে।

চলতি বছর ওয়াল্টার স্কট প্রাইজের দীর্ঘ তালিকায় স্থান পাওয়া ঐতিহাসিক উপন্যাসগুলোর নাম এক নজরে দেখে নেওয়া যাক।

১. মিস্টার টাইমলেস ব্লিথ - অ্যালান স্পেন্স

২. অ্যা বেটার প্লেস - স্টিফেন ডেইসলি

৩. হাংরি ঘোস্ট - কেভিন জ্যারেড হোসেইন

৪. ফর দাই গ্রেট পেইন, হ্যাভ মার্সি অন মাই লিটল পেইন - ভিক্টোরিয়া ম্যাকেঞ্জি

৫. মিউজিক ইন দ্য ডার্ক - স্যালি ম্যাগনাসন

৬. কুডি - বেঞ্জামিন মায়ার্স

৭. ইন দ্য আপার কান্ট্রি - কাই থমাস

8. দ্য ফ্রড - জাডি স্মিথ

৯. দ্য হাউস অব ডোরস – ট্যান টাওয়ান ইং 

১০. অ্যাবসলিউটলি অ্যান্ড ফরএভার - রোজ ট্রেমেইন

১১. মাই ফাদারস হাউস – জোসেফ ও'কনর

১২. দ্য নিউ লাইফ - টম ক্রু

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login