পোস্টস

চিন্তা

মৃত্যু যদি নোটিশ দিয়ে আসতো!!!

১২ জুন ২০২৪

প্রিয়াংকা প্রিয়া

যদি সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারি আজই আমার জীবনের শেষ দিন তখন কিভাবে কাটাতাম দিনটা?
খুব স্বাভাবিক ঘাবড়ে যাব এবং কিছুক্ষণ কান্না করবো, না জীবনের মায়ায় পরে নয় বরং ফেলে যাওয়া কিছু দায়-দায়িত্ব রেখে যাওয়ার জন্য যদিও পৃথিবী কারো আশায় বসে থাকে না।
কান্না করবো অজস্র নিয়ামত ভোগের পরেও রাব্বুল আলামিনের নফরমানি  আর আমলনামা পাপে ভারী করবার জন্য। জীবনের যত জানা - অজানা পাপ করেছি প্রতিটির জন্য হাজার বার রহমানের কাছে ক্ষমা চাইবো।
প্রতি বেলার নামাজ শেষবারের মতো ভক্তি ভরে আদায় করবো, অসংখ্য কাজা নামাজের জন্যও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবো।
ক্ষমা চাইবো আত্মীয়ের হক সঠিকভাবে আদায় না করতে পারার অযোগ্যতার জন্য। 
ক্ষমা চাইবো মা-বাবার সাথে রূঢ় আচরণের জন্য। 
এরপর আমার কাছের এবং দূরের আত্মীয় ও পরিচিতদের সাথে যতটুকু সম্ভব যোগাযোগ করবো এবং আমার ভুল ত্রুটির কথা স্বীকার করবো, আমি কারো কাছে ঋণী হলে  তা পরিশোধ করবো।
সারাটাদিন আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখাবো, ইস্তেগফার করবো, শেষবারের মতো আবারো রহিমের নিকট জাহান্নামের লেলিহান দাবালনের থেকে মুক্তি চাইবো।
অতঃপর মৃত্যুর ফেরেশতার জন্য অপেক্ষা করতে থাকবো।

প্রিয় ভাই/বোনেরা আফসোস মৃত্যু এমন নোটিশ দিয়ে  আসবে না। আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনার সুযোগ পাবো কি না তাও জানিনা। হে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং মৃত্যুর আগে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করার তৌফিক দিন (আমিন)