Posts

কবিতা

মনের দুয়ার

June 12, 2024

বিপিন সিংহ বিশ্বাস

65
View

অনিত্যে মজলে মন 
অকল্যাণ হয়।

নিত্য বস্তু চিনলে পড়ে
ভাবের উদয় হয়।

যখন যাহাই কর
মনকে বাঁধ সূতায়
মন যেন আকাশে উড়তে না পায়।

নানা বর্ণের রঙের মেলা
মনেতে বয়, তার মধ্যে কিছু বর্ণ
সত্য কথা কয়।

মনের দুয়ার হলে পরিস্কার
নিত্য বস্তুর আওয়াজ পাবে অতি চমৎকার।
 

Comments

    Please login to post comment. Login