উল্টো পায়ে হাঁটা
হেঁটে চলছি সোজা রস্তায়,
অতঃপরও ঠিকানার সাথে-
দূরত্ব বাড়ছে প্রতি মূহুর্ত৷
সোজা রাস্তা ছেড়ে-
ডানের গলিতে ঢু মারি,
ভাবি,হয়ত শট্-কাটে পৌছে যাবো৷
চোরা গলিতে ঘাপটি মেরে-
বসে থাকে অন্ধকার,
এক রাশ কালো ধোঁয়া নিয়ে৷
নাকের ফুটো দিয়ে ঢুকে যাওয়া-
এলেবেলে আহ্ববান চেতনায় ঝীম ধরায়,
চোখে ভ্রম,পৃথিবী দুলছে, অনুভুতি হেলছে,
আর্বজনার স্তুপকে মনে হয় পুস্প উদ্যান,
তন্দ্রায় চোখ জুড়িয়ে আসে৷
ভোর হতে ঘোর কেটে যায়,
আবার ছুটে আসি সোজা রস্তায়৷
একি!দূরের সীমান্ত বিন্দুটা পিছিয়ে গেছে-
আরো বহু দূরে৷
দূরত্বটা অনেক বেশি..
অতএব এবার বামের গলিতে সহজ রাস্তা খোঁজা৷
আকাঁ বাঁকা গলিতে,সারি সারি দালান,
দেয়ালের আড়াল থেকে বম্দি কাঁচের চুড়ি-
টুং টাং শব্দে নিষিদ্ব হাতছানি দেয়৷
আদিম দেহ জেগে উঠে,
থমকে যায় পথ চলা৷
সিড়িঁ বেয়ে ধাপে ধাপে উপরে উঠে যাইড়,
দরজায় কড়া নাড়তেই ভেঙ্গে যায় কাঁচের চুড়ি,
থেমে যায় টুং টাং শব্দ৷
সিড়িঁ বেয়ে ধাপে ধাপে নিচে নেমে আসি
পকেট হাতড়ে দেখি ঠিকানা সাথে নেই
হয়ত ফেলে এসেছি কোন এক গলিতে ৷
সীমাম্ত বিন্দুটা এখন আর দেখা যায় না,
হতবাক হয়ে ভাবি এ আমি কোথায়ে এলাম?
হঠাৎ লক্ষ করলাম,
যেখান থেকে পথ চলা শুরু করেছিলাম,
এখন দাঁড়িয়ে আছি তার চেয়ে অনেক বেশি পেছনে৷
অবশেষে বুঝলাম,
সোজে রস্তায় পথ হেঁটে ছিলাম উল্টো পায়ে,
তাই পাল্টে গেছে দৃশ্যপট
বদলে গেছে ঠিকানা