::::::::::::::::::::::::::::কােরবানি:::::::::::::::::::::
কােরবানি হোক দামে না,কোরবানি হোক কামে
কোরবানি কারো নামে না, শুধু আল্লাহর নামে!
লক্ষ টাকার ঘুষে,বড় প্রাণী জবাই
হ্যা,জানি বাহবা দিবে সবাই!
কিন্ত মহান আল্লাহ দেখবে তোমার মনটা
খাসি,গরু,মহিষ,উট কো*র*বা*নি দিছ কোনটা
এসবের রক্ত মাংস কিছুই তাঁর কাছে যাবে না
মনটা তোমার পরিস্কার না থাকলে কোন ফল পাবে না।
অমুকের বাড়ি অত বড় গরু
কিন্তু ফলসররূপ সবকিছু মরু
যদি তোমার না থাকে আল্লাহর ভয়
সবই মাটি তাতে পূণ্য কিছু নয়!
প্রাণীর কোরবানির চায়তে মনের কোরবানি বড়
ওহে মুসলিম তাইতো বলি মনের কোরবানি কর!