Posts

পোস্ট

আমার বনলতা

June 12, 2024

কাজল হোসেন

56
View
এই যে দিনরাত্রিতে তোমাকে মনে পড়ে৷ চোখে ঘুম নেই,আমার ঘুম তুমি নিয়ে দিব্যি ঘুমাচ্ছো৷ যেমন আমি করেছিলাম ঠিক তুমি ও তাই করছো ৷ আমাদের মাঝে কোনো তফাৎ তুমি রাখলে না ঠিকই কিন্তু বড় দূরত্ব হয়ে গেল আমি, তুমি মিলে তা আরও বড় করলাম৷ আরও বড় হবে হয়তো যতটা বড় হলে আসমান- জমিন সমান হবে৷ তখন কেবল বৃষ্টি আমাদের মেলাবে বর্ষায়, এই রাতের বর্ষায়৷ এমন বর্ষাবর রাত হঠাৎ হঠাৎ নেমে আসবে৷ আমরা কেবল কাছাকাছি আসব অন্তর দিয়ে অন্তরকে স্পর্শ করব হয়তো বা দূর থেকে দেখব৷

Comments

    Please login to post comment. Login