Posts

কবিতা

তারে দেখেছিলাম সেথায়

June 12, 2024

ফরহাদ হোসেন

133
View

তারে দেখেছিলাম সেথায়, হৃদয় আমার আঁটকে গেছে ফিরছে না বাড়ি,
তারে দেখব না আর, বাড়বে মায়া, দেই যে কত মনের সাথে আড়ি।
তবে মনকে আমি বেঁধে রাখি কোন কাঁটাতার দিয়ে?
সে যে চলে গেছে, দূরে গেছে, এই আমাকে নিয়ে।
সে যে এত গহীন, বাইছে আমার ঘুমের ঘরের সিঁড়ি, 
তারে ছুঁইতে গিয়ে, হাত বাড়িয়েই পিছন দিকে ফিরি।

তার ঢেউ খেলানো চুলে, 
আমার সব রাজত্ব হারিয়ে ফেলি নিজের মনের ভুলে।
তার চোখের পলক, নাচছে যেন বাতাসে পাল তুলে,
সে বাতাস যেন আঘাত হানে, তাই জানালা দেই খুলে।
আমার হৃদয়টারে ভেঙে-চুরে লুকায়ে যায় সে নারী,
এখন হৃদয়টারে বাঁচাতে চাই, কেমনে তারে ধরি?

তার শাড়ির ভাজে ভাজে, 
আমার স্বপ্ন সকল লুকিয়ে যায়, মিশে যায় তার মাঝে।
তারে ডাকি যত, ততই দূরে যায় যে চলে, আসে না আর কাছে,
তার ঠোঁটের মায়ায়, যতই পড়ি ততই ডুবি, থাকি চোখ শরমের লাজে।
তারে বাসি ভালো, এই কথাটি যখন ভাবি, কেমনে তারে ছাড়ি?
তারে দেখেছিলাম যেথায়, হৃদয় সেথায় আঁটকে গেছে ফিরবে না আর বাড়ি।

Comments

    Please login to post comment. Login