চলতি বছরের একুশে বইমেলার সময় আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নূরুল হুদা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমতিক্রমে ২ মার্চ, শনিবার পর্যন্ত মেলা চলবে।
নূরুল হুদা বলেছেন, প্রকাশকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মেলার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছেন। ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই মেলা শেষ হওয়ার কথা ছিল।
নিয়মিত সাপ্তাহিক ছুটির সময়সূচি অনুসরণ করে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। শিশুদের জন্য প্রথম দুই ঘণ্টা শিশুপ্রহর হিসেবে থাকবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেছেন, বুধবার (২৮ ফেব্রুয়ারি) একুশে বইমেলার সময় বাড়ানোর বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি জারি করা হবে।