Posts

কবিতা

অতিরিক্ত কিছু পেলে (Premium)

June 12, 2024

Mohid Nazrul

Original Author মোহিদ নজরুল

0
sold
অতিরিক্ত টাকা দিলে যেমন সন্তান নষ্ট হয়ে যায়।
অতি যত্নে সম্পর্ক।
অতি ভালোবাসায় সন্তান হয়ে যায় বোকা।

অতিরিক্ত কেয়ার, অতিরিক্ত ভালোবাসা পেলে সহধর্মিনীও উন্মাদ হয়ে যায় ।

পৃথিবীর সবকিছুতে ব্যালেন্স থাকা প্রয়োজন।

মানুষ যখন অতিরিক্ত সুখে থাকে, তখন আলুর দোষ হয়
মানুষ যখন অতিরিক্ত ইনকাম করে, অতিরিক্ত টাকা দিয়ে তখন মদ খায়।

সৃষ্টিকর্তা পৃথিবী এভাবেই সাজিয়ে দিয়েছেন --
যে যতটুকু হজম করতে পারে, তার জন্য ততটুকু
যে যতটুকু ভার নিতে পারে, তার জন্য ততটুকু

কেউ যখন জোর করে অতিরিক্ত ভার নিতে চায়
তখন তার মেরুদন্ডকে সমস্যা করে, সেটা শরীরের হতে পারে কিংবা মানসিক ভারসাম্য হতে পারে।

অতিরিক্ত ব্যাপারটা সবাই কেটে ফেলে, নাকে বেড়ে ওঠা হার কিংবা সম্পর্কের তার

অতিরিক্ত পাগল হয়ে যাওয়া লোকটাকেও সমাজ বেধে রাখে।
মার্ডার করে আশা ছেলেটাকে ও মা আগলে রাখে।
আমি দেখেছি প্যারালাইজড হয়ে পড়ে থাকা স্ত্রীকে স্বামী কতটা যত্নে রাখে।
দেখেছি কত মেয়ে, না খেয়ে, ভদ্র স্বামীর বুকে মাথা রাখে বিশ্বাসে।
ঘরে ভালোবাসা পেলে কলুর বলদ হয়ে যায় পুরুষ।

কিন্তু গরিব মেয়েটাও অভদ্র ধনী ছেলে হলেও পাশে রাখে না।
সেটা সংসার হোক কিংবা অফিস হোক। এটা সমাজ হোক কিংবা সভ্যতা হোক।

এ পৃথিবী শুধু নমনীয়তার জয় গান গায়, বিনয়িতার জয় গান গায়, দিন শেষে ভালো একটা হৃদয়ের জয়গান গায়।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login