এইতো হেঁটে যাচ্ছি।
এইতো শ্যাওলা জমা পথ,সাবধানে পা ফেলা।
বুকের ভেতর একশো পাহাড়।
কেউ জানেনা ঠিক কত ডিগ্রি তাপমাত্রায় পুঁড়ে যায় সকালের রোদ।
আমাকে নিয়ে যাও প্রকৃতির কাছে,
শুদ্ধ বানানের মত শিখিয়ে দাও শুদ্ধতম মানুষ হওয়ার মন্ত্র।
এই আকাশ,তার বিশালত্ব,
আমায় আত্মসাৎ করতে শিখাও যা কিছু প্রিয়তম সৌন্দর্য্য।
This is a premium post.