Posts

কবিতা

প্রলয় উল্লাস

June 12, 2024

সাফি আল মেহেদী

173
View

হোক আবার হোক আজ প্রলয় উল্লাস,
হোক ধ্বংস তাদের অন্যায়ের ত্রাশ।
শাণিত তরবারি হাতে উমরের (রাঃ) মত,
পথে নেমে আসুক সাহসী প্রাণ শত।

আর কত কাল হয়ে রব জালিমের দাস,
দেখব নিশ্চুপ হয়ে নিজের ভাইয়ের লাশ।
মুশরিকদের আঘাতে পুড়ব অবিরত,
অনেক তো সয়েছি, আর কত?

বুকে নিয়ে ইমান ও আকিদার শক্তি,
ছিনিয়ে আনতেই হবে সকলের মুক্তি।
পরাধীনতার ভঙ্গুর শিকল ছিড়ে,
ইসলামের বিজয় আনবই কেড়ে।

কোথায় হারাল আজ ভ্রাতৃত্বের প্রীতি,
গৌরবময় মুসলিম জাহানের সম্প্রীতি।
মৃত্যুর মিছিল পুরো ফিলিস্তিন জুড়ে,
আমরা নিশ্চুপ হয়ে দেখছি দাঁড়িয়ে দূরে।

এসেছিলেন নবীজি (সাঃ) যে আরবে,
সেই পূর্ণভুমি যাচ্ছে অন্ধকারে ডুবে।
কোথায় আজ মুসলিম সালতানাত?
কেন নিজেদের মাঝে এত ভিন্ন জাত!

বিশ্বের সব মুসলিম আবার কি এক হবে?
ভাইয়ের বিপদে ভাই নির্ভয়ে পাশে দাঁড়াবে?
ফিলিস্তিন জালিমদের থেকে হোক আজাদ।
হোক বিশ্ব মুসলিম আবার এক জামাত।

অন্যায়ের বিরুদ্ধে লড়ব মোরা সদলবলে,
ইসলামের শত্রুদের পিষ্ঠ করব পদতলে।
শক্তি দাও খোদা, শোন আমাদের ডাক,
সকল অশুভ আধার ধুলোয় মিশে যাক।

এক পুণ্যবান খলিফার সুশাসনের ছায়াতলে,
যেমন ছিল দুনিয়া নবীজির (সাঃ) আমলে।
এ জাহান তেমন শান্তি  আর সুখ ফিরে পাক,
সকলে আলো আর ভালোবাসায় ভরে থাক।

Comments

    Please login to post comment. Login