কত হাজার? হয়তো হাজার নিকষ কালো রজনীর পর,
অনেক ভাগ্যে সে রাতটি পোহালো।
সকাল পেড়িয়ে আসিল কাঙ্খিত শুভ্র সুন্দর স্নিগ্ধ সে বিকেল,
প্রখর অথচ সুরভিত মিষ্টি আলোয় আঁখি ঝঁলসে গেল।
বয়ে গেল রেশ তার গাত্র ভেদিয়া হ্দয় পর্যন্ত।
সে আসিল যেমন চমকিত আলোকের ন্যায়
নিছক অজুহাতে করিলো সে প্রস্থান, অংশুরই ন্যায়।
তবে, সে আলো শোভা ছড়াচ্ছে এমন, যেন উজ্জ্বল তারকা তার দৃষ্টান্ত,
কোন অভিযোগ নেই, কোকিল ডাকুক ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে উদয় হোক চাঁদ অন্য সৌভাগ্যের রাত আসা পর্যন্ত।