Posts

কবিতা

বেজাত [ মোড়ল বাবু ]

June 12, 2024

মোড়ল বাবু

Original Author মোড়ল বাবু

75
View

লুকোলে বাঘের খাঁচায় ছাগলের ছা !
বাছা শাকে পোকা বেশি থাকে আজীবন-
পরো ধন চেখে চেটে ভরো কচি মন,
জানি তুমি ধোঁকাবাজ একদমই না ।
তোমার তুমিতে বুঝি দেবতার বাস !
বলো তো তোমার শতে কতোখানি তার-
কিছুতে ফাগুন বনে আসবে না আর,
আগুনে পুড়বে পোড়া মন বারোমাস ।
কোথায় ভিড়েছে তরী পাচ্ছো না তা টের !
এ ঘাটের জল ঘোলা সোজা মুখে তোলা-
বেহায়া বাতাসে বুনো মনে লাগে দোলা,
অভিনয় করো মিছে বোকা মানুষের ।
খোকা তুমি এতো কিছু বুঝবে না আজ-
মই বেয়ে জাতে ওঠা বেজাতের কাজ ।।

Comments

    Please login to post comment. Login