পোস্টস

কবিতা

কে কথা কয়

১২ জুন ২০২৪

সাফি আল মেহেদী

একটা ছোট্ট দীঘি
কালো দীঘির জল
তবুও তার গায়ে,
অশ্বথের ছায়া পরে।
সন্ধ্যে হয়ে এলে
পদ্ম পাতা ডুবে যায়।
তার সাথে দেখা হয় না
মাঝে মাঝে কথা হয়। 
বুড়ো শালিকটা উড়ে আসে
কিন্তু পাশে বসে না।
মন খারাপের বাহানায়
জল ছুঁয়ে বসে থাকি।
গভীর রাতে হঠাৎ হঠাৎ
জোছনা উকি দেয়।
কি গভীর ভালোবাসা
সে তলিয়ে যেতে চায়।
মাঝে মাঝেই মনে হয়
দীঘি যে এত মায়া দিয়ে
আমায় টানে বারবার
আমি যদি নিজেই
তার কাছে যাই।
যাব একদিন ঠিকই
যদি ঝুম বৃষ্টি হয়।
ফাগুনের দিনের মেঘে,
বর্ষার দিনে নয়।
সেদিন ঠিকই খুঁজে পাব,
দেখব প্রাণ ভরে,
গাছের আড়াল থেকে 
কে কথা কয়?