Posts

কবিতা

শেষের পরে

June 12, 2024

সাফি আল মেহেদী

96
View

মেঘেরা সরে যাবে
জানি বৃষ্টি আসবে।
দুঃখের দিন ফুরিয়ে
জীবন উল্লাসে ভাসবে।

হঠাৎ রাতের আকাশে
রুপালি জোসনা উঠবে।
বসন্ত এসে গেলে 
হাজারও ফুল ফুটবে।

নদীরা বয়ে গিয়ে
সমুদ্রের অতলে হারাবে।
এমনি নিয়মের নিয়মে
সময় পূর্ণ হয়ে যাবে।

দিনের আলো ফুরোলে
আবারও আঁধার নামবে।
এ পথের শুরু হলে 
কখনো তো থামবে।

এত আনন্দ আয়োজন
অখিলেই মিলিয়ে যাবে।
যত ভালোর আলোরা
ইতির পরেও সঙ্গ দেবে।

সব শেষ হয়ে গেলেও,
ভালোবাসা ঠিকই রবে।
সেই কারনেই অনন্তকালে
সৃষ্টি আর স্রষ্টার দেখা হবে।

Comments

    Please login to post comment. Login