পোস্টস

কবিতা

পাপী আমি

১২ জুন ২০২৪

Mosharaf Ripon

নীরহ হলেও পাপী মন, ক্ষমা মাঙ্গি প্রভু 

ভুলে জীবন শেষ, ভুল শেষ হলো না কভু।

 

 পাপের বোঝা ভারী হচ্ছে যাচ্ছে যত দিন 

পাপ দেখে মুখটা তাও হচ্ছে আবার মলিন। 

 

তবুও কেন ভুল পথে, ঠিক ভেবে হয় চলা 

নিজের গালে চপেটাঘাত, মুখে না যায় বলা।

 

 দয়াময়, দয়া করো আমারে, করো তুমি ক্ষমা তোমার কাছে এ পাপীর আর্জি করছি জমা।