Posts

চিন্তা

মননের অধঃপতন

June 12, 2024

Debjoy Chakraborty

103
View

এমন কোন সুস্থ মানুষ পাওয়া যাবেনা যে উপমহাদেশীয় সংগীতের সাথে হার্ড মেটাল, রক, পপ, র‍্যাপ, ইডিএম কান্ট্রি নামের ভিনদেশী ইনফেকশাস ডিজিজকে গুলিয়ে হজম করেন। অবশ্য ওই মগজ আমি বা আমার মতো অনেক হতভাগারই।  তাই খুব একটা আফসোস করলেও যাদের নিয়ে আফসোস সেই আমাদের কোন এতে মাথাব্যথা নেই বলে অহেতুক কৌতুকের ছলে হলেও আমার সন্দেস খানা হাটবাজারে বিকিয়ে দেবার প্রয়াস করি।  
এখনকার সময়ে ফটো রহ ফর্মেটে ক্যমেরায় ধারন করে  তাকে পোস্ট প্রডাকশন(এডিটিং, কম্পোজিশন, ফর্মেটিং এসব নিয়ে আইডিয়া নেই ডপ মারছি) পরবর্তী মেকাপের গুপ্তবেশ পড়িয়ে দেয়া হয়। সাধারন একটি ছবিও তখন হয়ে উঠে "আইকেচিং"। চলতি বাহারী কথায় স্টার্টলিং। 

গানের ক্ষেত্রেও এই কায়দায় অসুস্থতাকে জনপ্রিয় বানানোর একটি বিশেষ প্রবণতা বর্তমানে প্রবল। 
এরই ফলশ্রুতিতে আমাদের সংগীত মনন বিকশিত হতে হতে এমন জায়গায় এসে ঠেকল যে আমার মতো অজ্ঞ মূর্খ লোকের পক্ষেও গান গেয়ে বাদ্যযন্ত্রের তুলোধুনো করে বোধকরি দু এক পয়সা খ্যাতি সুনাম পকেটে পুড়ে নেবার মতো সুযোগ অহরহ।

Comments

    Please login to post comment. Login