আজকে সেরে ভাঁজ করে সে কালকে করে আজ-
ভাবখানা তার এমন যেনো করছে সারা কাজ,
তার মাঝে সব আশার আলো আবোল-তাবোল যা তা !
মোড়ল বাবুর দরদী সে মাথায় তোলা ছাতা ।
যে যাই বলো ফালতু না সে বিরাট কাজের লোক-
তার কাছে তাই কাজ না থাকা মাতৃহারা শোক,
সে ভাঙে মন যখন-তখন কার কি আসে-যায় !
শুধু তার কারণে দ্বার ভাঙা মন আকাশ খুঁজে পায় ।
কাজের সময় পাই না খুঁজে কাজ ফুরোলে জোটে-
দাগ ছোঁবো তার আগ মুহুর্তে পাগলা ঘোড়া ছোটে,
সারাদিন পর সব মানানোর খেলটুকু তার পুঁজি !
সে যা করে আমিও বুঝি তারপরও দোষ খুঁজি ।
মোড়ল বাবুর নেই কোনো কাজ যা খুশি তাই করে-
ফালতু প্যাঁচায় সর্বদা সে কাজের চাপে মরে,
সে সারাক্ষণ মাপে সোনা ডাকলে পিছু হাঁটি !
তার বাঁকা চোখ দেখলে বুঝি মনটা কতো খাঁটি ।
সোনার মাঝে হীরে-মানিক দেখতে লাগে বেশ !
আঁধারে তার হাতের মুঠোয় অন্ধকার এক দেশ,
যার ভেতরে জোনাক জ্বলে ধার করে না আলো !
তাই সে দেশের কয়লাগুলো দেখতে ভীষণ কালো ।
বড্ড ভালো যা কিছু ভাই সবকিছু তার দলে-
মোমবাতিটার সবটুকু প্রায় চাঁদের আলোয় গলে,
দিন চলে যায় দিন আসে ফের লুকিয়ে দীর্ঘশ্বাস !
তোষামুদে খুব আমোদে কাটায় বারোমাস ।।
61
View