Posts

গল্প

কথা দেয়া ছিল

June 12, 2024

সাফি আল মেহেদী

- চলে যেতেই হবে?
- থাকার উপায় নেই যে!
- কথা তো এমন কখনই ছিল না!
- কত কথা বদলে যাবে সময়ের এই নিয়মে।
- আমার কি হবে?
- সময় পড়ে থাকবে না,  ঠিকই চলবে।
- তোমায় ছাড়া থাকা অসম্ভব, তুমি বোঝ না!
- পৃথিবীতে সবই সম্ভব রুপা!
- আমাদের ১৬২৮ দিনের সম্পর্ক, কি তবে ঠুনকো ছিল, শুভ্র!
- ঠুনকো ছিল না বলেই তো, চলে যাচ্ছি।
- ভালবাসনা বলেই যেতে পারছ!
- ভালবাসি বলেই যেতে হচ্ছে।
- মানে?
- ভালবাসার মানুষের খুব কাছে যেতে নেই, তাতে ভালবাসা হারিয়ে যায়।
- এসব থিওরি আমি বিলিভ করি না। আমি শুধু তোমাকেই চাই।
- আমিও তোমাকে পেতে চাই, আমার সমস্ত স্বত্বা জুড়ে। কিন্তু..
- কিন্তু কি?
- যা চাই তা পেতে নেই, পেলেই সব শেষ।
- মানে কি!
- কোন কিছু চাওয়াটা, সে চাওয়ার অপূর্ণতাতেই ভালবাসা মিশে থাকে।
- চাই না সে ভালবাসা।
- আমি চাই। ভাল থেক।
- ঠিক আছে শুভ্র, তোমার মনের বিরুদ্ধে কখনও তোমায় চাই নি, তবে শেষ বারের মত তোমার হাত ধরে কিছুটা পথ হাটতে চাই।
- না রুপা আমি তা পারব না। ক্ষমা করে দিও। আমার চেয়ে ভাল কেউ আসবে তোমার জীবনে এমনটা বলব না, তবে কেউ না কেউ আসবে অবশ্যই। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না।
- শূন্যতা তোমার সৃষ্ট প্রকৃতির না।
- এটাও প্রকৃতির খেলা বুঝবে না।
- মানে কি?
- কিছুই না আসি।


উহু শুভ্র আর ফিরে আসে নি। ফিরে আসার মত জায়গায় সে যায় নি। সে জায়গায় শুধু যাওয়াই যায়, আসা যায় না। তাই সেদিনের সে অভিনয়টুকু, অভিনয়টুকু না করলে হয়ত রুপা ধরে ফেলত, শুভ্রের ভেতরের অকল্পনীয় ভালবাসা, আর কষ্ট পেত, ভালবাসার মানুষ কষ্ট পাক কেউ কি কোন দিন চায়!

Comments

    Please login to post comment. Login