Posts

গল্প

ভালোবাসার দাম

June 12, 2024

সাফি আল মেহেদী

কিছু ব্যাঙ অনবরত ডেকেই চলেছে।আর ধীরে ধীরে তাদের আকার বৃদ্ধি পাচ্ছে। তারা সবুজ থেকে লাল বর্ণ ধারন করছে। তাদের হিংস্র দাঁত জন্মাচ্ছে। এর মধ্যে একটা ব্যাঙ শুভ্রের দিকে এগিয়ে আসল। সেটার আকৃতি একটা বড় কুকুরের মত। প্যাক প্যাক করতে করতেই তা শুভ্রকে কামড়ে ধরল। শুভ্র ব্যাথায় চিৎকার করে উঠল কিন্তু মুখ দিয়ে কোন আওয়াজ হল না। তারপর ছটফট করতে করতে তার ঘুম ভেঙে গেল। এ কেমন স্বপ্ন ছিল! শুভ্রর শার্ট ঘেমে ভিজে গেছে। ডিম লাইট টার আলোয় ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঠিক ১টা বাজে। আজ আর ঘুম ধরবে না। অন্য কোন দিন হলে সে রুপাকে ফোন দিয়ে কথা বলত। কথা বলত মানে রুপার কথা শুনত। রুপা অনবরত কথা বলে আর সে নির্বাক মুগ্ধ শ্রোতা হয়ে শোনে। আর মাঝে মাঝে হ্যা, হু বলে। আজ তো রুপাকে ফোন দেয়া যাবে না।আজ বিশেষ দিন। আজ রুপার বিয়ে। বিয়ের রাতে হয়ত সে তার ডাক্তার স্বামীর সাথে গল্প করছে। ডাক্তার রা হয়ত বেকারদের থেকে  ভাল শ্রোতা এবং বক্তা। আচ্ছা ডাক্তার সাহেব কি রুপার জন্য তার ২০ তম জন্মদিনে ২০টি বেগুনী গোলাপ আনবে? না সে তো বেকার না সে আরো দামী কিছু আনবে নিশ্চয়ই। আচ্ছা ডাক্তার সাহেব কি রুপাকে শুভ্রর মত ভালবাসবে? কে জানে হয়ত বাসবে বৈকি! বেকারদের চেয়ে ডাক্তারদের ভালবাসাও দামী হওয়ারই কথা!

Comments

    Please login to post comment. Login