পোস্টস

কবিতা

স্বপ্ন

১২ জুন ২০২৪

হৃদয় হাসান

প্রানহীন এই শহরের উঁচু উঁচু সব স্থাপনা যত,
স্বপ্নরা মোর তার চেয়েও উঁচু তত,
স্নিগ্ধ-সুন্দর এক স্বপ্ন, ঠিক যেনো ভোরবেলার সূর্যদয়ের মতো।
মায়ার এই শহরের বড় বড় যত দালানের ভিড়ে,
অধরা সব স্বপ্নরা মোর রোজ ডানা মেলে ওড়ে,
নীড় হারা এক পাখির মতো,ফিরে যেতে চায় আপন নীড়ে।
ইট পাথরের এই কৃত্রিম শহরে,
সজীব স্বপ্নরা রোজ আমায় উঁকি মারে,
একদিন পূ্র্ণতা পাবে স্বপ্ন,সত্যি হলেও হতে পারে।