পোস্টস

নন ফিকশন

Some friendships has no definition

১২ জুন ২০২৪

হৃদয় হাসান

আমার মনে হয় মোটামুটি আমাদের সবার জীবনেই এমন কিছু বন্ধু থাকে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে অনায়াসে সবকিছু শেয়ার করা যায়,যাদের সাথে প্রানখুলে হাসা যায়,ছোট ছোট সব দুঃখ বলা যায়,যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়,যাদের কাছে সব ফরমালিটি ভুলে যেকোনো প্রকার হেল্প চাওয়া যায়,যাদের সাথে ঘন্টার পর ঘন্টা নিজের মতো করে মনখুলে আড্ডা দেওয়া যায়।এরা এমন কিছু মানুষ যাদের থেকে কখনো খুব দূরে যেতে ইচ্ছে করে না।এমন কিছু মানুষ যাদেরকে কখনো হারাতে ইচ্ছে করে না।
These people are true blessings!