Posts

কবিতা

ভুলে যাওয়ার পর

June 12, 2024

Afnan Sarker

292
View

নাহয় আমাকে একদিন ভুলেই গেলে- 

তারপর? তারপর কি হবে?

আমাদের দুজনের ফেলে আসা বিস্তীর্ণ ঘাসজমি 

ছেয়ে যাবে নাম না জানা আগাছায়,

শীতল-সবুজ বনভূমিতে জন্ম নেবে না 

আর কোনও বুনোফুল,

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যায় 

দিনলিপির খাতায় জমবে একের পর এক ভুল।

দখিনা বাতাস ছুঁয়ে দেবে শরীর

তবু শীতল হবে না তোমার আত্মা-মন,

আরও জেনে রেখো, 

যে মিষ্টি রোদ্দুর আলতো হাত বুলাতো গায়

তার কখনও ঘটবেনা আগমন।

আর তাই, জেনে রেখো হে প্রিয়তমা, 

আমাকে মুছে দেয়া কখনওই সহজ না।

Comments

    Please login to post comment. Login