পোস্টস

কবিতা

ভুলে যাওয়ার পর

১২ জুন ২০২৪

Afnan Sarker

নাহয় আমাকে একদিন ভুলেই গেলে- 

তারপর? তারপর কি হবে?

আমাদের দুজনের ফেলে আসা বিস্তীর্ণ ঘাসজমি 

ছেয়ে যাবে নাম না জানা আগাছায়,

শীতল-সবুজ বনভূমিতে জন্ম নেবে না 

আর কোনও বুনোফুল,

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যায় 

দিনলিপির খাতায় জমবে একের পর এক ভুল।

দখিনা বাতাস ছুঁয়ে দেবে শরীর

তবু শীতল হবে না তোমার আত্মা-মন,

আরও জেনে রেখো, 

যে মিষ্টি রোদ্দুর আলতো হাত বুলাতো গায়

তার কখনও ঘটবেনা আগমন।

 

আর তাই, জেনে রেখো হে প্রিয়তমা, 

আমাকে মুছে দেয়া কখনওই সহজ না।