Posts

কবিতা

আফসোস

June 12, 2024

Afnan Sarker

79
View

শুনছি প্রেম ব্যর্থ হইলে নতুন কবির জন্ম হয়,

আমাদের ব্যর্থ প্রেম কি তাইলে বন্ধ্যা?

জন্ম তো দিলো না কোনও কবির,

জন্ম তো নিলো না অন্তত একটা কবিতা!

তার বদলে কি সুন্দর একটা গল্প খুন হইলো!

খুনী কইতে পারো, নইলে জল্লাদ।

নাকি?

একটা গল্প লেখা হইতে হইতেও থাইমা গেলো

কোনও মানুষ জানলো না!

শুধু তোমার শহরের কাকপক্ষী জানলো

আর আমাদের ডাকপক্ষী জানলো। 

একটা গল্প কেমনে দিনেদুপুরে খুন হইলো, তবু

কোনও মানুষ কানলো না!

শুধু চিরকুটের শহরের কাকপক্ষী কানলো, আর,

চিরকুট বহন করা ডাকপক্ষী কানলো।

একটা প্রেম মইরা গেলো 

তবুও একটা কবির জন্ম দিতে পারলো না,

এই আফসোস আমি কই রাখি!

এই যুগে তেল-জল মিশ খাইলো

অথচ দুইজনে জল হইয়াও মিশতে পারলাম না,

এই আফসোস আমি কই রাখি!

Comments

    Please login to post comment. Login