পোস্টস

চিন্তা

নানুবাড়ি

১২ জুন ২০২৪

789-Sanjida Mim

মূল লেখক সানজিদা মিম

জীবন কতো দ্রুত চলে যায়।ছোট বেলায় দুটো ইদ আর গ্রীষ্ম শীতকালীন ছুটি কবে হবে এই নিয়ে কতো উত্তেজনা কতো পরিকল্পনা থাকতো। প্রত্যেকবার নানুবাড়ি গিয়ে বাঁধন হারা জীবন যাপন করতে গিয়ে অসুখ বাঁধিয়ে বাড়ি ফেরা হতো।কেননা নানু তার ছেলেমেয়েদের শাসন করলেও নাতী-নাতনীদের সব দোষ আড়াল দিয়ে চলতেন।

গ্রীষ্মকালিন ছুটিতে যখন নানু বাড়ি যেতাম একগাদা ভাইবোন খালা মামারা সবাই মিলে এটাসেটা খেলাধুলা,কানামাছি, ফুলটোকা,পুকুরে দাপিয়ে বেড়ানো। হঠাৎ বৃষ্টি আসায় পাল্লা দিয়ে ধান তোলা,ঝড়ে আম কুড়ানো, জোছনা রাতে খড়ের উপর বসে গল্প আড্ডা। কতো কতো স্মৃতি...  আলহামদুলিল্লাহ। বয়সের সাথে সাথে নানু বাড়ি ফুরিয়ে যায়।