রক্তাক্ত পৃথিবী
কবি মুহাম্মদ রহমত উল্যাহ জীবন তরী,
একটি গভীর রাজনৈতিক গরমে ঘর্মাক্ত আমাদের পৃথিবী,
রাজনীতির গরমে বিষাক্ত লুহাওয়া বইছে,
বুনো উল্লাসে নৃত্য করছে জোর করে
নেতা হওয়া নেতৃত্ব!
সাগর মহাসাগর নদী নাব্যতা সবি বগোলদাবা করে দখল করে রেখেছে মগের মুল্লুকেরা,
কোটি কোটি জনতার ন্যায্য হিস্যা খেয়ে নিচ্ছে মানুষ খেকু রক্তাক্ত হাঙর,
আমার বাস্তুভিটা আমার কাছেই বিক্রি করছে ক্ষমতার দখলদারেরা,
কাগুজে নোটের প্রতারণায় রাঙিয়ে রেখেছে আমাদের প্রজন্মকে,
ব্যথা ও বৈষম্যের কবিতা রচনা করে ওরা সাজিয়েছে রঙিন পৃথিবী,
মাঝরাতে কোমর দোলানো বেশ্যাদের নিয়ে ওরা বেইলি ড্যান্স দেয় লাল পানি নীল পানিতে সাতার কাটে
আর আমরা থাকি অবহেলায় অনাদরে ক্ষুধার্ত সীমাহীন বেকারত্বের শৃঙখলে,
আমাদের স্বজনেরা কেউ কেউ অর্থের সংকটে বিয়ে করতে পারেনা,
অথচ ওরা শত শত সুন্দরী বেশ্যা নিয়ে কোটি টাকার মোড়কে দেশে বিদেশে
ঘুরে বেড়ায়,
প্রলয়ংকারী সাইমুম ঝড়ের মতো
বয়ে চলা এই রাজনীতিই আমাদের
ধ্বংস কূপে নিক্ষেপ করেছে,
অতলস্পর্শ হতাশার অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে আমাদের চিন্তা চেতনা আর সৃজনশীলতাকে,
এই চিরসবুজ পৃথিবীকে প্রশান্তি দিতে প্রয়োজন শান্তির রাজনীতি,
শান্তির রাজনীতি গড়ে তুলবে পিরামিডের মতো সুউচ্চ মানবিক পৃথিবী
আর দানশীল মনুষ্যত্ব!
শান্তির রাজনীতির বিধায়ক স্রষ্টা,
যিনি আসমান জমিন সুচারুভাবে সচল রাখেন,
এই সরল পথ ছাড়া আমাদের রক্তাক্ত পৃথিবী থেকে মুক্তি নেই,
ঘর্মাক্ত রাজনীতি থেকেও মুক্তি নেই।