Posts

কবিতা

আগুন পুড়ে আগুন খাই

June 12, 2024

লবেরু

80
View

আগুন পুড়ে আগুন খাই
.......লবেরু
সুযোগ বুঝে 
প্রতিবাদী হওয়া,
প্রতিবাদী বচন দেওয়া,
দেয়ালের বুকে প্রতিবাদী চিকা মারা,
প্রতিবাদী কন্ঠ রেকর্ড করে জনকন্ঠে পাঠানো,
গোঁফে আঙ্গুল ঠেকিয়ে রক্তচোখা চোখে গোঁফ ধারানো-
 মানুষকে আমি চিরতরে ঘৃণা করি।
এতে যদি ঘুমন্ত বালক হিংস্র হয়ে জেগে উঠে,
উঠুক। তার হিংস্রতায় বলি হতে আমার দ্বিধা নেই।

Comments

    Please login to post comment. Login