আগুন পুড়ে আগুন খাই
.......লবেরু
সুযোগ বুঝে
প্রতিবাদী হওয়া,
প্রতিবাদী বচন দেওয়া,
দেয়ালের বুকে প্রতিবাদী চিকা মারা,
প্রতিবাদী কন্ঠ রেকর্ড করে জনকন্ঠে পাঠানো,
গোঁফে আঙ্গুল ঠেকিয়ে রক্তচোখা চোখে গোঁফ ধারানো-
মানুষকে আমি চিরতরে ঘৃণা করি।
এতে যদি ঘুমন্ত বালক হিংস্র হয়ে জেগে উঠে,
উঠুক। তার হিংস্রতায় বলি হতে আমার দ্বিধা নেই।