বর্তমানে আমাদের অনেক অভিনেতা অভিনেত্রীদের মনযোগ অনেক বেশি জিম আর ফ্যাশন হাউজের প্রতি। অভিনয় শেখার প্রতি সেই আগ্রহ একদম তলানীতে গিয়ে ঠেকছে। "আমার হয়ে গেছে" এরকম একটা ফ্যান্টাসিতে ডুবে থেকে আমরা আমাদের সম্ভাবনাকে নষ্ট করছি। একই ফর্মুলা বারবার রিপিট করছি।
অভিনয় শেখার জায়গা থিয়েটার বা অভিনয়ের বিভিন্ন কর্মশালা হতে পারে। অথবা নিজ সমাজে বা পৃথিবীতে বসবাসরত মানুষের যাপিত জীবনকে নিবিড় ভাবে দেখা শোনা ও পর্যবেক্ষণ করার মধ্যে দিয়েও হতে পারে,পড়াশোনাও করা যেতে পারে। একজন অভিনয় শিল্পী শুধু নামকরা থিয়েটার বা নামকরা বিদেশী ফিল্ম দেখেই অভিনয় শিখে ফেলবে এরকমটাও না। এটা একটা প্রসেস। সেই প্রসেসের নানা ধাপে নিজেকে উৎসর্গ করা। ভাল পরিচালক নাই তাই আমি আমার প্রতিভা দেখাইতে পারছিনা এসবও আজগুবী চিন্তা। একজন ভাল পরিচালক আপনারে দিয়া কি পাবে সেটাও দেখার বিষয়। বা আপনি একজন ভাল পরিচালক/নির্দেশক বলতে কি বোঝেন সেটা নিয়াও চিন্তা পরিস্কার থাকতে হবে। আমরা কইরা কাইটা খাইতেসি বইলা আমাদের হয়ে গেছে এমনটা না। আবার যারা থিয়েটার করছেন ভাল ফিল্ম দেখছেন তাদেরও অনেকের হইতেসে না, মানে তারা একইরকম অভিনয় বেইচা খাইতেসেন, সন্তুষ্টি চইলা আসছে তাদের । বিষয়টা একটু জটিল মনে হইতে পারে আসলে অত জটিলও না।