সে: কেমন আছ ?
আমি: এইতো আছি..
সে: পেরিয়ে তো গেলো অনেক টা সময়
আমি: সময় কি আর কারো জন্য বসে রয়?
সে: আগের মতই আছ নাকি অচেনা?
আমি: ...জানিনা।
সে: ফিরে যেতে, আবারও নিজেকে খুজে পেতে, মন চায়না?
আমি: চাইলেও পারিনা।
সে: মন কি এখোনো খোলা হাওয়ায় মেলানো পাখার মতো, স্বাধীন মনা ?
আমি: পাখা এখোনো রয়েছে তবে আগের মত আর মেলিনা।
সে: তাহলে ধরেই কি নিবো সব পরিবর্তিত?
আমি: পরিবর্তন টাই যে সত্য।
~রুবাইয়া জাহিন~