Posts

কবিতা

ছিলো না বলার

June 12, 2024

শরীফ এমদাদ হোসেন

কোন কথা ছিল না বলার
তবু কিছু বাকী রেখেছিলে
অভিমানী চোখে বলেছিলে
যেদিকে দু'চোখ যায়--চলে যাবো, 
মিশে যাবো আকাশের দূরতম নীলে।

বললাম, 
যেতে হয়, যাবো চলে অনন্ত মিছিলে
তুমি আমি দু'জনায় একসাথে মিলে।
________________________________

Comments

    Please login to post comment. Login