ম্যালাক্ষণ ধইরা হাটতাছি, কমসেকম দুই আড়াই ঘন্টা তো হইবোই। অ্যাহন মনে হইতাছে মোবাইলডা আনা দরকার আছিলো। কুনসুম জানি সাপের উপড়ে পারা দিয়া ফালাই। বিগত দুই ঘন্টা যাবৎ মফিজের অনর্গল বকবক শুনে রীতিমতো বিরক্ত প্রবীর। আশ্চর্যের বিষয়! একটা মানুষ কিভাবে এতো কথা বলতে পারে!
This is a premium post.