পোস্টস

গল্প

সিম্পল English

১২ জুন ২০২৪

আহাদ কনক প্রত্যয়

আমার কাকাতো ভাইয়ের বয়স আর কত হবে, বড়জোর ৪-৫ বছর। এই অল্প বয়সী বাচ্চার মুখে অনবরত English Sentence শুনে আমি রীতিমত শিহরিত। ওর বাবা-মা পড়াশোনা নিয়ে ব্যাপক সিরিয়াস, মাত্র ৩ বছর বয়সেই ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায় দিছে। উনাদের চাওয়া ছেলে 'পাদ' দিলেও যেন, সেটা 'English'-এ দেয়। ঈদের দিন ওকে নিয়ে হাটতে বের হব। কাকা ডেকে বলল,
-প্রত্যয়, রাস্তায় হাটতে হাটতে যা দেখবি, সব জিনিসের English Word ওরে শিখাবি। এই বয়সে ছেলে মেয়েদের Vocabulary Learning Capability বেশি থাকে। কি বুঝছিস?
: হ্যা, কাকা শিখাবো নে।
ত ওরে নিয়ে বাইরে ঘুরলাম আর নতুন কিছু শব্দ-ও শিখাইলাম।
বাসায় আসার পর ছোট ভাই কাকাকে বলছে,
-জানো আব্বু? প্রত্যয় ভাইয়া, আজকে না আমাকে Black Moon আংকেলের সাথে Meet করাইছে। এই আংকেলটা অনেক ভাল, দ্যাখো আমাকে Snacks-ও কিনে দিছে।
এই নামের কাউকে চিনতে না পেরে কাকা জিজ্ঞেস করল,
-প্রত্যয়, ও কার কথা বলছে রে?
: কাকা, এইটা "কালাচান" আংকেলের English নাম। Black মানে 'কালা' আর Moon মানে 'চান' অর্থাৎ 'চাঁদ'। আপনি এই সিম্পল English-টাও বুঝলেন না ।
 

(বি.দ্রঃ গল্পটি যখন লেখা হয়, তখন 'ইদ' এর বানান 'ঈদ' ছিলো।)