পোস্টস

গল্প

ওয়াশরুম

১২ জুন ২০২৪

আহাদ কনক প্রত্যয়

আমাদের মেসটা কলেজের একদম পাশে হওয়ায়, মেস থেকে বের হইলেই হল দেখা যাইত৷ হলের সবগুলা রুমের লাইট অফ থাকলেও, একটা রুমের লাইট সবসময়-ই জ্বলত - সে রাত ৩-৪ টা নাই। কলেজ লাইফে বেশ অনুপ্রাণিত হইছি সেই অজানা মেধাবীর কথা ভেবে ভেবে৷ কত আড্ডায় বন্ধুদের উনার গল্প শুনাইছি তার ইয়াত্তা নাই৷

রাজনীতির কারণে হলে উঠা ত দুরে থাক, কখনো ঢুকতেও সাহস পাইনি৷ সেকেন্ড ইয়ারের মাঝামাঝি সময়ে ফুফাতো ভাইয়ের দরুন, হলে প্রবেশের সুযোগ হয়৷

তখন ভাইকে জিজ্ঞেস করছিলাম,

- আপনাদের ফ্লোরের একদম কর্নারের রুমে কে থাকে? সারারাত লাইট জ্বালানো দেখি৷ উনি মনে হয় খুব পড়েন?

ভাই হাসতে হাসতে বলছিল,

- ধুর কি কস এইসব! ওইটা ত হলের ওয়াশরুম।