পোস্টস

কবিতা

মজার মামা

১২ জুন ২০২৪

Md Shariful Islam

আমার মামা, মজার ধারা,
তোমার সঙ্গে হেসে খেলে কাটে সারা দিন,
তোমার জোকস, তোমার গল্প,
সবাইকে করে ফেলে লুটোপুটি হাসির ভুবনে।

 

তুমি যে হোন্ডায় চড়ে,
পেছনে বসে আমি ভয়ে থরথর,
তুমি বলো, "ডরো না রে বোকা,
তোর মামা তো বাইকার!"

 

তোমার খাইতে দারুণ পছন্দ,
তুমি যে পেটুকের রাজা,
ভাতের প্লেটে মুরগির রান,
দেখে বলি, "মামা, তুমি এত খাও কেন ভাই?"

 

তুমি যে হোন্ডায় করো স্টান্ট,
আমরা সবাই দেখি মুগ্ধ হয়ে,
তুমি বলো, "দেখবি নাকি আরও?
না হলে আজকের শো মিস হয়ে যাবে!"

 

তোমার সাথে ফিসিংয়ে যাই,
তুমি বলো, "আজ ধরব বিশাল মাছ,
আসল মাছ না ধরলেও,
গল্পে কিন্তু থাকব সেরা চ্যাম্পিয়ন!"

 

তুমি যে মামা, এক্কেবারে আলাদা,
তোমার সাথে কাটানো সময়,
সবাই মিলে হাসির সাগরে,
তুমি যে আমাদের মজার মামা, প্রিয়তম জন!