Posts

গল্প

ম্যারিড, হেয়্যার ফর ফান! (Premium)

March 26, 2024

Shifat Binte Wahid

Original Author সিফাত বিনতে ওয়াহিদ

0
sold
উনার হ্যাপি কনজুগাল লাইফের পার্টনার তখন উনার পাশেই ঘুমিয়েছিলেন। এই কথা আমার এক্স কলিগ নূর আপাকে বলতেই উনি খুব বিস্ময় নিয়ে জানতে চাইলেন, “তোরে পাখি ডাকলে এই বেটা তার বউরে কী ডাকে?” আমি কফির কাপে চুমুক দিতে দিতে ভাবলেশহীনভাবে উত্তর দিলাম, কত রকমের পাখি থাকে না? ছোট পাখি, বড় পাখি, টিয়া পাখি, ময়না পাখি, আদর পাখি…বউও পাখি, আমিও পাখি, ভিন্ন ভিন্ন পাখি আর কী! আমি হইলাম গণ মানুষের পাখি! আমার তো আর বউদের সর্দারণী হওয়া পসিবল না, ধইরা নেও যে আমি পাখিদের সর্দারণী হইয়া জীবন কাটাইয়া দিলাম…

This is a premium post.

Comments

    Please login to post comment. Login