পোস্টস

বাংলা সাহিত্য

সাংবাদিকতা

২৭ মার্চ ২০২৪

অনিরুদ্ধ রনি

মূল লেখক অনিরুদ্ধ রনি


দুর্গম পথে তোমরা কারা
দুরন্ত সৈনিক?
তোমরা কি ভাই সত্য-ন্যায়ের
অবাক সাংবাদিক?

দু’চোখে যার বহ্নি জ্বলে
হস্তে কলম তার।
ঝলসে ওঠে প্রতিবাদে
অস্ত্রের চেয়েও ধার।

সত্য জয়ের নেশায় বিভোর
অশান্ত পথিক;
কাঁটা ভরা ঐ দুর্গম পথে
ওরাই সাংবাদিক।

ওরা বোঝেনা গুলির ব্যাথা
বারে বারে হয় বিদ্ধ।
ওরা মরেছে রাজপথে আর
বারে বারে কারারুদ্ধ।

ওরাই হয়েছে যুগ যুগ ধরে
লাঞ্ছিত বহু বার!
সাগর-রুনি হারিয়েছে কত
বাংলার পরিবার।

কলমে, কাগজে ক্যমেরায় ওরা
কালকে করেছে জয়;
তাইতো বঙ্গে যুগে-যুগে আজো
ইতিহাস কথা কয়।