আবার সেই প্রেমেরধ্বনি,
অস্ফুটস্বরে যেন কেউ ডাকছে আমার হৃদয়দ্বারে।
ঘ্রাণ ভেসে আসে, আত্মপরিচয়ের ব্যাকুলতায়।
আকস্মিক হৃদয়ের দরজা খুলে দেখলাম
গোপন প্রেমের সুখচিহ্ন আজ দাঁড়িয়ে আছে হাসপাতালের আঙিনায়।
আমার অঙ্গ কাঁপে পুরনো প্রেমের নেশায়।
বহুযুগ ধরে পোষা আছে বুকে অজস্র স্নিগ্ধ ব্যথা।
তবুও আজ আমি আপনাকে গ্রহণ করতে চাই।
ঠাই দিতে চাই হৃদয়ের মনিকোঠায়।
গ্রহণ করো হে নারী তুমি আমায়!
159
View